জীবন -মৃত্যুর সন্ধিক্ষণে অভিনেতা আব্দুল কাদের।
Saturday, December 19, 2020

জনপ্রিয় অভিনেতা আব্দুল কাদেরের অবস্থা সংকটাপন্ন। ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি এখন ভারতের চেন্নাইয়ের ক্রিস্টিয়ান মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন।
আব্দুল কাদেরের পুত্রবধূ জাহিদা ইসলাম গণমাধ্যমকে বলেছেন, ‘বাবার ক্যান্সার ফোর স্টেজে থাকায় কোনো সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। শরীর প্রচণ্ড দুর্বল।
চেন্নাইয়ের ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ (সিএমসি) হাসপাতালে চিকিৎসা চলছে তার। এ অভিনেতার প্যানক্রিয়াসের ক্যানসার জটিল রূপ ধারণ করেছে। চতুর্থ স্টেজে চলে গিয়েছে। শারীরিক অবস্থার তেমন উন্নতি নেই। এ অবস্থায় আগামী ২০ ডিসেম্বর ভারতীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে ইউএস-বাংলার একটি ফ্লাইটে দেশে নিয়ে আসা হবে আবদুল কাদেরকে।
এই অবস্থাই নিয়মিত যোগাযোগ রাখেন আসাদুজ্জামান নূর (অভিনেতা ও সাংসদ)।
এই জনপ্রিয় অভিনেতার রোগমুক্তি কামনায় পরিবারের পক্ষ থেকে সকলের দোয়া কামনা করা হয়েছে।
Categories:বাংলাদেশ
Tags:
- « “গেইটম্যান ঘুম”ট্রেনের ধাক্কায় চল গেল ১২ টি তাজা প্রাণ।
- বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেন- এর উদ্দ্যোগে বিজয় দিবস উদযাপন। »