জরুরী অবস্থার মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরে আসতে ভিক্টোরিয়ার প্রিমিয়ারের প্রতি প্রধানমন্ত্রী স্কট মরিসনের আহ্বান।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন জরুরী অবস্থার মেয়াদ ১২মাস বৃদ্ধি করার সিদ্ধান্ত থেকে সড়ে আসার মতো নাটকীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে ভিক্টোরিয়ার প্রিমিয়ারের প্রতি।

জনরোষ এড়াতে এবং রাজনৈতিক বিরোধিতা মোকাবেলায় জরুরী অবস্থার মেয়াদ ১২মাসের পরিবর্তে পাক্ষিক বা মাসিক ভিত্তিতে বাড়ানোর ব্যাপারে ভিক্টোরিয়ার প্রিমিয়ার ড্যানিয়েল অ্যানড্রিুকে উৎসাহিত করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী।
অন্যদিকে কিছু শীর্ষস্থানীয় এমপি জরুরী অবস্থার মেয়াদ বৃদ্ধির পদক্ষেপ এর সমালোচনা করে বলেছেন, এর ফলে করোনা মহামারি মোকাবিলায় জাতির আত্মবিশ্বাস এর ঘাটতি দেখা দিবে।

প্রিমিয়ার অ্যানড্রুর সাথে প্রধানমন্ত্রীর এই যোগাযোগের বিষয় টি এমন এক সময় সামনে এলো যখন মেলবোর্নে প্রায় ৬০০ স্বাস্থ্যকর্মী আইসোলেশন এ যেতে বাধ্য হয়েছে নতুন করে মহামারি করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার কারণে।
- « সেপ্টেম্বরে সিনেমা হল খোলার বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে– তথ্যমন্ত্রী
- কোরআন পাঠ করলেন নিউজিল্যান্ডের আদালতে। »