জমজ দুই সন্তান ফেলে,বাবার বাড়িতে চলে গেছেন মা।

মাদারীপুরের কালকিনিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ১৯ দিন বয়সের জমজ দুই সন্তান স্বামীর বাড়িতে ফেলে বাবার বাড়িতে চলে গেছেন মা।এতে দুই নবজাতক নিয়ে চরম বিপাকে পড়েছেন বাবা।
প্রায় দেড় বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয় এই দম্পতির।১৯ দিন আগে শানজিদা বেগম জমজ কন্যা সন্তানের জন্ম দেন।পারিবারিক তুচ্ছ ঘটনার জের ধরে ওই দুই নবজাতক ফেলে গত মঙ্গলবার শানজিদা বেগম স্বামী বাড়ি থেকে তার বাবার বাড়িতে চলে যান।এদিকে দুধ না পেয়ে দিন-রাত কাঁ’দছে নবজাতক দুই ফুটফুটে সন্তান।
দুই নবজাতক সন্তান নিয়ে হিমসীম খাচ্ছেন হাচান মোল্লা। হাচান মোল্লা বলেন,আমার স্ত্রী কারণে এবং অকারণে বাবার বাড়িতে চলে যায়। এবার আমার বাচ্চা দুটি ফেলে রেখে চলে গেছে। সে আর আসতে চায় না।
এখন বাচ্চা দুটির কী হবে? তবে শানজিদা বেগমের দাবি, শ্বশুরবাড়ির লোকজন অশান্তি করায় তিনি বাবার বাড়িতে চলে গেছেন।এ ব্যাপারে কাজীবাকাই ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ মোল্লা বলেন, আসলে বিষয়টি দুঃখজনক। বিষয়টি সমাধান করে দেয়া হবে।
- « দীর্ঘ ২০ বছরের জায়গার বিরোধের নিষ্পত্তি ঘটিয়ে জনগণের প্রশংসা কুড়ালেন ১২ নং উরকিরচর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল জাব্বার সোহেল।
- র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমকে বদলি করা হয়েছে। »