জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা করোনাই আক্রান্ত।
Monday, October 5, 2020

কোভিড-১৯ পরীক্ষা করার দুদিন আগে থেকেই তানজিন তিশার জ্বর। স্বাদ-ঘ্রাণ পাচ্ছিলেন না। এদিকে হাতে তাঁর বেশ কয়েকটি কাজ। লক্ষণে করোনা সন্দেহ হওয়ায় ভেবেছেন পরিবার ও সহকর্মীদের কথা। নিজ উদ্যোগে হাসপাতালে গিয়ে কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা দেন তিনি।
গতকাল রোববার রাতে যখন সেই পরীক্ষার রিপোর্ট হাতে পেলেন, জানতে পারেন তিনি করোনাভাইরাসে আক্রান্ত।
আজ সোমবার বিকেলে করোনা আক্রান্তের খবরটি নিশ্চিত করেছেন তানজিন তিশা। তিনি বলেন, ‘এমনি ভালো আছি। জ্বর, খাবারের স্বাদ না পাওয়া ছাড়া আর কোনো সমস্যা হচ্ছে না। হালকা কাশিও আছে। টেস্টের রেজাল্ট পাওয়ার পর থেকেই আইসোলেশনে আছি। শুটিং ও সব কাজ বাতিল করেছি।
১৪ দিনের আইসোলেশন শেষে দ্বিতীয়বার টেস্ট করাবেন তিনি। নেগেটিভ রেজাল্ট হাতে পেলে তবেই আবার কাজে ফিরবেন।
Categories:স্বাধীনকণ্ঠ বাংলাদেশ
Tags: