[wpusb]
চীনে ধাতব বক্সে থাকতে বাধ্য করা হচ্ছে করোনা রোগীদের।
Thursday, January 13, 2022

চীনের একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এতে দেখা যায়, সারি সারি বক্স নির্মাণ করা হয়েছে ধাতব পাত দিয়ে। এগুলোয় সন্দেহভাজন কোভিড-১৯ রোগীদের রাখা হয়।
সারি সারি এই বক্সগুলোয় যাঁদের থাকতে বাধ্য করা হচ্ছে, তাঁদের মধ্যে বয়স্ক, শিশু ও অন্তঃসত্ত্বা নারীও রয়েছেন। এই বক্সগুলোর ভেতরে যে বিছানা রয়েছে সেগুলো কাঠের তৈরি। এর শৌচাগারও কাঠের তৈরি। সেখানে দুই সপ্তাহ থাকতে হচ্ছে সন্দেহভাজন ওই রোগীদের। এই রোগীদের মধ্যে এমন ব্যক্তিকেও সেখানে এনে রাখা হচ্ছে, যাঁরা কিনা একা থাকেন।
চীনে করোনার সংক্রমণ ছড়ানোর পর থেকে ট্রেস-অ্যান্ড-ট্র্যাক অ্যাপ চালু করা হয়েছে। এই অ্যাপ ব্যবহারও বাধ্যতামূলক করা হয়েছে। মূলত এই অ্যাপ দিয়েই রোগীর সংস্পর্শে আসা ব্যক্তিদের শনাক্ত করা হয়।
সূএ: এনডিটিভির
Tags:
- « পন্য ক্রয়ের ক্ষেত্রে সীমা নির্ধারণ করে দিল সুপারমার্কেট জায়ান্ট কোলস
- যৌন নিপীড়নের ঘটনায় রাজকীয় মর্যাদা হারালেন ব্রিটিশ রাজপুত্র অ্যান্ড্রু »