চীনে গুপ্তচরবৃত্তির অভিযোগে চীনা বংশোদ্ভূত অস্ট্রেলীয় সাংবাদিক গ্রেপ্তার
Monday, February 8, 2021

চীন গত বছরের ১৪ আগষ্ট চীনা বংশোদ্ভূত অস্ট্রেলীয় সাংবাদিক চেং লেইকে আটক করে, কিন্তু শুক্রবার (৫ ফ্রেব্রুয়ারি) রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারের অভিযোগ এনে তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানো হয়।
গুপ্তচরবৃত্তির অভিযোগে আটকের প্রায় ছয়মাস পর, অস্ট্রেলিয়ার সাংবাদিক চেং লেইকে গ্রেফতার দেখিয়েছে চীন। চেং লেই চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিটিজেন টিভির উপস্থাপক ছিলেন।

অস্ট্রেলিয়া পররাষ্ট্রমন্ত্রী ম্যারিস পেইন বলেছেন, ‘আর্ন্তজাতিক নিয়ম অনুযায়ী, বিচারে প্রাথমিক মানদন্ড, প্রক্রিয়ার সত্যতা ও মানবিক আচরণ মেনে চলা হবে বলে আমরা প্রত্যাশা করছি। তিনি আরো বলেন, এই কঠিন সময়ে আমরা চেং ও তার পরিবারের পাশে আছি।’
কূটনৈতিক ও বাণিজ্য সম্পর্কের বিতর্কের জেরে সম্প্রতি অস্ট্রেলিয়া ও চীনের সম্পর্কের অবনতি হয়েছে। এরই মধ্যে অস্ট্রেলিয় সাংবাদিককে গ্রেফতারের ঘটনায় নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
সূত্রঃ বিবিসি

Tags:
- « রাশিয়ার এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয়ের ব্যাপারে তুরস্ককে বাইডেনের হুমকি
- শিক্ষা প্রতিষ্টান খোলার পরেই করোনা আক্রান্ত হলেন ১৮৯ জন শিক্ষার্থী!! »