চার মেয়ের কাঁধে বাবার লাশ!
Monday, April 6, 2020

বদলে যাচ্ছে মানুষের আচার-আচরণও। করোনাভাইরাস যেন গোটা বিশ্বকেই বদলে দিয়েছে।এক ব্যক্তির (সঞ্জয় কুমার (৪৫) লাশ শ্মশানে নিতে কেউ এগিয়ে এলো না করোনাভাইরাসের আতঙ্কে । শেষ পর্যন্ত শোকাহত চার কন্যাই কফিন কাঁধে তুলে বাবার লাশ নিয়ে গেছে শ্মশানে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জনায়, আলীগড়ের নুমাইশ ময়দানের চা-হেলিংয়ের বাসিন্দা সঞ্জয় কুমার পেশায় চা বিক্রেতা ছিলেন। বেশ কিছুদিন ধরে যক্ষ্মা রোগে ভুগছিলেন তিনি। অভাবের সংসারে সরকারি হাসপাতাল থেকে ওষুধ এনেই কোনোরকমে নিজের রোগ সারতে চাইছিলেন।এর মধ্যে করোনাভাইরাসের কারণে ঘোষিত ‘লকডাউনে’ ওষুধের মিল চলছিল না।শেষ পর্যন্ত বেঁচে থাকতেও পারলেন না।

Categories:আন্তর্জাতিক
Tags: