[wpusb]
চাইল্ড কেয়ার ভর্তুকি বৃদ্ধির ফলে ‘মহিলা কর্মক্ষেত্রে অংশগ্রহণ’ বৃদ্ধি পেয়েছে।
Monday, August 10, 2020

গ্রেটান ইনস্টিটিউট একটি নতুন প্রকল্পের প্রস্তাব করেছে যার অধীনে শিশুদের যত্নের ভর্তুকি ৮৫ শতাংশ থেকে ৯৫ শতাংশে বাড়িয়ে আনতে সরকার ৫ বিলিয়ন ডলার ব্যয় করবে।
পরিবার প্রতিটি শিশুর জন্য প্রতিদিন ২০ ডলার বা তার চেয়ে কম অর্থ প্রদান করবে।
গ্রেটান ইনস্টিটিউটের প্রধান নির্বাহী ড্যানিয়েল উডস বলেছেন, এই পদক্ষেপের ফলে আরও মায়েরা সপ্তাহে আরও বেশ কাজ করতে পারবে।
Categories:অস্ট্রেলিয়া
Tags:
- « সিনহা নিহতের সাত দিন আগেও ভয়াবহ কাণ্ড ঘটান ওসি প্রদীপ।
- নম্বরবিহীন মাইক্রোবাসে জামিনে মুক্ত সিফাতকে নিয়ে যাওয়া হলো। »