[wpusb]
চলন্ত বাসে ধর্ষণচেষ্টা,নিজেকে রক্ষা করতে বাস থেকে নিচে লাফিয়ে পড়ে গুরুতর আহত।
Sunday, December 27, 2020

সিলেটে বোনের বাড়িতে গিয়েছিলেন এক কলেজছাত্রী। গতকাল শনিবার তিনি সেখান থেকে একটি লোকাল বাসে করে বাড়ি ফিরছিলেন।
পথে যাত্রীরা একে একে নেমে গেলে একপর্যায়ে বাসটি ফাঁকা হয়ে যায়। লোকাল বাস হলেও নতুন যাত্রী ওঠাচ্ছিলেন না চালক ও তাঁর দুই সহকারী (হেলপার)। দুপুরে বাসটি দিরাই-মদনপুর সড়কের দিরাইয়ের সুজানগর এলাকায় পৌঁছলে কলেজছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেন চালক ও তাঁর সহকারীরা। এ সময় নিজেকে রক্ষায় ছাত্রী বাস থেকে নিচে লাফিয়ে পড়ে গুরুতর আহত হয়েছেন।
Categories:বাংলাদেশ
Tags:
- « সিডনিতে পুনরায় করোনা সংক্রান্ত বিধিনিষেধ জারি
- ভিক্টোরিয়ায় দুই ভারতীয় তরুনকে ভাসিয়ে নিয়ে গেলো সমুদ্র »