চট্রগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনের প্রচারণা শুরু হচ্ছে আজ।

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে প্রচারণা শুরু হচ্ছে আজ থেকে।আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী এবং বিএনপির প্রার্থী ডা. শাহাদাত হোসেন তারা উভয়ে আনুষ্ঠানিক প্রচারণায় নামছেন ।
রেজাউল করিম চৌধুরী নগরীর বহদ্দারহাট জামে মসজিদে জুমার নামাজ আদায় করার পর
আনুষ্ঠানিক প্রচার শুরু নিয়ে রেজাউল করিম চৌধুরী বলেন,পারিবারিক মসজিদে জুমার নামাজ আদায় করে মুরুব্বীদের কবর জিয়ারত করার পর এলাকাতে থেকে গণসংযোগ শুরু করবেন বলে জানান।ভোটারদের ঘরে ঘরে গিয়ে তাদের ভোট ও দোয়া প্রত্যাশা করবেন বলে জানান তিনি।
অপর দিকে আমানত শাহ দরগা থেকে জুমার নামাজ শেষে বিএনপির মেয়র প্রার্থী ও চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা: শাহাদাত হোসেন গণসংযোগ শুরু করবেন বলে জানা গেছে।
বিএনপির মেয়র প্রার্থী ও চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা: শাহাদাত হোসেন বলেন, জুমার নামাজ শেষে হযরত আমানত শাহ্ (র:) এর মাজারে জিয়ারত করে নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ শুরু করব। স্বাস্থ বিধি মেনে প্রতিটি ভোটারের কাছে যাব। সুষ্ঠু নির্বাচন হলে আমরাই জয়ী হব।
- « স্ত্রী সহ করোনা আক্রান্ত চসিক প্রশাসক খোরশেদ আলম সুজন।
- প্রেসিডেন্ট হিসেবে মার্কিন কংগ্রেসের অনুমোদন পেলেন বাইডেন। »