চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন নির্বাচনে আলী সভাপতি; ম. শামসু সাধারণ সম্পাদক নির্বাচিত

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দিনভর উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শেষে রাত সাড়ে ১১ টার দিকে ফলাফল ঘোষণা করেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটি-২০ এর চেয়ারম্যান জসীম চৌধুরী সবুজ। প্রাপ্ত ফলাফলে জানা গেছে, সভাপতি পদে পূর্বকোণের মোহাম্মদ আলী ১৪০ ভোট পেয়ে নির্বাচিত হন। ১২৯ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন অবজারভারের মোস্তাক আহমদ। এ পদে অন্য দুই প্রার্থী ছিলেন একাত্তর টিভির মাঈনুদ্দীন দুলাল (৭০ ভোট) এবং সদ্য সাবেক সভাপতি দি ফিনান্সিয়াল এক্সপ্রেসের নাজিমুদ্দীন শ্যামল (৪০ ভোট)।সিনিয়র সহ সভাপতি পদে দৈনিক পূর্বদেশের রতন কান্তি দেবাশীষ ১৩০ ভোট পেয়ে নির্বাচিত হন। ১২৬ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন অলোকময় তলাপাত্র।। এ পদে অন্য প্রার্থী ছিলেন কর্ণফুলীর মুজাহিদুল ইসলাম (১১৭ ভোট)।সহ সভাপতি পদে গাজী টিভির অনিন্দ্য টিটো ১৮৬ ভোট পেয়ে নির্বাচিত হন। ১৩৩ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন পূর্বকোণের আবসার মাহফুজ। এ পদে অন্য প্রার্থী ছিলেন সি প্লাস টিভির আলমগীর অপু (৫৯ ভোট)।সাধারণ সম্পাদক পদে ২২৮ ভোট পেয়ে নির্বাচিত হন দেশ রূপান্তরের ম. শামসুল ইসলাম। ১৫১ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন একুশে টিভির হাসান ফেরদৌস।যুগ্ম সম্পাদক পদে ২৫৬ ভোট পেয়ে নির্বাচিত হন আজাদীর সবুর শুভ। ১১৫ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন সিপ্লাস টিভির স্বরূপ ভট্টাচার্য।অর্থ সম্পাদক পদে ১৯৪ ভোট পেয়ে নির্বাচিত হন আজাদীর কাশেম শাহ। ১২২ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন নুর উদ্দিন আহমেদ। এ পদে অন্য প্রার্থী ছিলেন সৌমেন ধর (৬০ ভোট)।সাংগঠনিক সম্পাদক পদে ২২৮ ভোট পেয়ে নির্বাচিত হন পূর্বকোণের এসএম ইফতেখারুল ইসলাম। ১৫০ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ভোরের কাগজের প্রীতম দাশ।প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ১৪৮ ভোট পেয়ে নির্বাচিত হন ইন্ডিপেন্ডেন্ট টিভির ইফতেখার ফয়সাল। ৯৫ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বাংলানিউজের আল রাহমান। এ পদে অন্য দুই প্রার্থী ছিলেন পূর্বদেশের রাহুল কান্তি দাশ (৭১ ভোট) এবং এটিএন বাংলার মো. ফরিদ উদ্দীন (৬১ ভোট)।নির্বাহী সদস্য পদে ১৫৬ ভোট পেয়ে নির্বাচিত হন বিএনএর মো. মহররম হোসাইন। ৯২ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন পূর্বদেশের আবুল হোসাইন। এ পদে অন্য দুই প্রার্থী ছিলেন জয়নিউজের বিশু রায় চৌধুরী (৮৫ ভোট) এবং আবদুর রউফ পাটোয়ারী (২৪ ভোট)।চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটি-২০ এর চেয়ারম্যান জসীম চৌধুরী সবুজ ফলাফল ঘোষনা করেন।এর আগে উৎসবমুখর পরিবেশে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)’র দ্বি বার্ষিক নির্বাচন শুরু হয়। সকাল ৮ টা থেকে ভোট গ্রহনের কার্যক্রম শুরু হয় যা বিকাল ৫টা পর্যন্ত চলে। যদিও নির্বাচন পরিচালনা কমিটি বিকাল ৪ টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলো। কিন্তু ওই সময়ের পরেও ভোটারদের লম্বা লাইন থাকায় বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহন চলে। এবারের নির্বাচনে ৯টি পদে ২৭ জন প্রার্থী প্রতিদ্ধন্ধীতা করেছেন। মোট ভোটার সংখ্যা চার শতাধিক। নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি হিসেবে দায়িদ্ব পালন করছেন সিনিয়র সাংবাদিক জসীম চৌধুরী সবুজ, সদস্য যথাক্রমে সিনিয়র সাংবাদিক মোহাম্মদ নিযাম উদ্দিন, মুহাম্মদ মোরশেদ আলম, মুহাম্মদ শামসুল হক ও মোহাম্মদ মামুনুর রশীদ।প্রসঙ্গত, ২০১৮ সালের ৩১ জানুয়ারি চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) নির্বাচনে (দুবছরের জন্য) সাংবাদিকদের ভোটে নাজিমুদ্দীন শ্যামল সভাপতি এবং হাসান ফেরদৌস সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। ৩১-০১-২০২০ ইং
- « আবার চমক দিতে যাচ্ছেন মেয়র নাসির,আভাস দলীয় হাইকমান্ডের
- আগামীকাল উদ্বোধন হতে যাচ্ছে বাংলাদেশের প্রথম ইলিশ বিশেষায়িত রেষ্টুরেন্ট “ইলিশালয়” »