চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সমিরুল ইসলাম বাবু মারা গেছেন

৩৩ দিনের লড়াই শেষে হেরে গিয়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সমিরুল ইসলাম বাবু।
আজ বুধবার (২৪ জুন) দুপুর ২টা ২০ মিনিটের দিকে তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালের জিএম সেলিম উদ্দীন। তার দুই সন্তান রয়েছেন। তার স্ত্রীও চিকিৎসক।এর আগে করোনায় আক্রান্ত হয়ে ১১ দিন বাসায় চিকিৎসা নিয়েছেন। পরে গত ২১ মে তাকে চমেক হাসপতালের একটি কেবিনে আইসোলেশনে চিকিৎসা দেওয়া হয়। ২৬ মে সকালের দিকে তার অক্সিজেনের সেচুয়েশন কমে গেলে তড়িঘড়ি করে অক্সিজেনের চাপ বাড়ানো হয়।
তিনি ভালো হয়ে উঠছিলেন। মেট্রোপলিটন হাসপাতালের একটি কেবিনে তাকে অক্সিজেন সাপোর্ট দিয়েই চিকিৎসা দেওয়া হচ্ছিল। হঠাৎ সকালের দিকে তার অবস্থার অবনতি হয়। পরে আইসিইউতে নিয়ে ভেন্টিলেটর সাপোর্ট দেওয়া হয় তাকে। আইসিইউতে নেওয়ার ঘণ্টাখানেকের মধ্যে তিনি মারা যান। সমিরুল ইসলাম বাবুসহ এ পর্যন্ত আটজন চিকিৎসক করোনায় মারা গেছেন।
- « কোবিড ১৯ চিকিৎসায় অনুদান দিলেন পানির ছড়া এসএইচডি মডেল হাই স্কুলের শিক্ষার্থীরা
- চিকিৎসা সেবা ও ওষুধ বিপণনে জড়িত অসাধুদের রাজনৈতিক পৃষ্ঠপোষকতা বন্ধে ক্যাবের দাবি »