চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত হল নারীর প্রতি সহিংসতা ও নারী নির্যাতন বিরোধী বিট পুলিশিং সামবেশ।






নারীর প্রতি সকল ধরনের সহিংসতা ও নারী নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে বাংলাদেশ পুলিশের মাননীয় আইজিপি ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) মহোদয়ের নির্দেশে অদ্য ১৭ অক্টোবর, ২০২০ খ্রি.শনিবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ১৬ থানার ৯৫টি বিট পুলিশিং এলাকায় একযোগে নারীর প্রতি সহিংসতা ও নারী নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশের অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা নারীর জন্য নিরাপদ সমাজ তৈরীতে গুরুত্ব আরোপ করেন। আইনের যথাযথ প্রয়োগের পাশাপাশি সামাজিক ভাবে গণজাগরণ সৃষ্টির মাধ্যমে নারীর প্রতি সকল বৈষম্য দূর করা সম্ভব বলে মতামত প্রদান করেন। ধর্ম বর্ণ নির্বিশেষে যে কোন মাধ্যমে নারীরা নির্যাতনের শিকার হলে ততক্ষণাত সংশ্লিষ্ট বিট অফিসার বা নিকটস্থ থানা বা জরুরী সেবা নম্বার ৯৯৯ এ যোগাযোগ করতে বলেন।
সমাবেশে নারী পুরুষ নির্বিশেষে বন্দর নগরীর সকল শ্রেণী পেশার লোকজন স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সামাজিক নীতি ও শৃঙ্খলা রক্ষায় নারীর প্রতি যে কোন ধরনের সহিংসতার বিরুদ্ধে সোচ্চার রয়েছে। জনসাধারণের সার্বিক নিরাপত্তা বিধানে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ বদ্ধপরিকর।
- « করোনার ভ্যাক্সিন যুদ্ধে বাংলাদেশ।
- সিএমপির খুলশী থানার অভিযানঃ মহিলা ছিনতাইকারী চক্রের সক্রিয় ০৩ সদস্য গ্রেফতার। »