চট্টগ্রাম বন্দরের জেটিতে অবস্থানরত একটি জাহাজ থেকে পড়ে গিয়ে এক বিদেশি নাবিকের মৃত্যু হয়েছে।
Monday, September 7, 2020

সোমবার দুপুরে বন্দরের চার নম্বর জেটিতে অবস্থানরত এমভি টালিয়া এইচ জাহাজ থেকে নিচে পড়ে জোয়েুল ডি বেরান্ডা (৩৫) নামের ওই ফিলিপিনো নাবিকের মৃত্যু হয়।
বন্দরের ডেপুটি কনজারভেটর ক্যাপ্টেন ফরিদুল আলম বলেন, এমভি টালিয়া এইচ জাহাজটি কাঠ নিয়ে এসেছে।
“হ্যাচ কভার বন্ধ করতে গিয়ে পা পিছলে ওপর থেকে নিচে পড়ে ওই বিদেশি নাবিক গুরুতর আহত হন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।”
নিয়ম অনুযায়ী ওই বিদেশি নাবিকের লাশ হস্তান্তরের ব্যবস্থা করা হবে বলে ফরিদুল আলম জানান।
Categories:বৃহত্তর চট্টগ্রাম
Tags:
- « কোভিড প্রাদুর্ভাব নিয়ে প্রিমিয়ার অ্যান্ড্রুজ ‘আবেগাপ্লুত’ হয়ে পড়েছেন।
- চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ড »