চট্টগ্রামে করোনা আক্রান্ত প্রথম রোগী শনাক্ত

চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়েছেন। আক্রান্ত রোগী বর্তমানে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আইসোলোশনে রয়েছেন।
আজ শুক্রবার (৩ এপ্রিল) ফৌজদারহাটের বিআইটিআইডিতে নমুনা পরীক্ষায় এই ফলাফল পাওয়া যায়। চট্টগ্রাম বিভাগের স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ২৪ ঘন্টায় মোট ৩২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে একজনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে।
চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন গনমাধ্যমকে বলেছেন, চট্টগ্রামে প্রথমবারের মতো করোনা রোগী শনাক্ত হলো। এই মুহূর্তে ঘর থেকে বের না হয়ে কঠোর সতর্কতা অবলম্বনের জন্য চট্টগ্রামবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।তবে করোনাভাইরাস এর রোগী প্রথম শনাক্ত হওয়ার খবরে চট্টগ্রামের মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে সবাই যার যার ঘরে এখন অবস্থান করছে। ০৩-০৪-২০২০ ইং