চট্টগ্রামে আগামীকাল থেকে বুস্টার ডোজের বিশেষ ক্যাম্পেইন! লাগবেনা এসএমএস।
Monday, March 14, 2022

চট্টগ্রামে মঙ্গলবার (১৫ মার্চ) থেকে বুস্টার ডোজের বিশেষ ক্যাম্পেইন শুরু হচ্ছে। দ্বিতীয় ডোজ গ্রহণের চার মাস পরই নেওয়া যাবে বুস্টার ডোজ।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মো. ইলিয়াছ চৌধুরী।
তিনি বলেন, ‘১৮ বছর ও তদুর্ধ্ব বয়সের নাগরিকরা দ্বিতীয় ডোজ নেওয়ার চার মাস পর থেকে বুস্টার ডোজ গ্রহণ করতে পারবেন। করোনা রোধে বিশেষ ক্যাম্পেইনের আওতায় নিয়মিত কেন্দ্র ছাড়াও নগরীর ৪টি কেন্দ্রে এ কার্যক্রম চলবে। বুস্টার ডোজ গ্রহণে কোনো এসএমএস প্রয়োজন হবে না। তবে সঙ্গে আনতে হবে টিকা কার্ড। বিশেষ এই ক্যাম্পেইনের আওতায় নগরীতে দিনে ১০ হাজার মানুষকে বুস্টার ডোজ দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।’
Tags:
- « তেল,চিনিসহ ভোগ্যপণ্যের ভ্যাট কমানোর নির্দেশ।
- নারী উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে মমতা’র প্রাণীসম্পদ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন »