চট্টগ্রামের পৌরসভায় আ.লীগের মনোনয় ঘোষণা।
Thursday, January 14, 2021

চট্টগ্রাম চতুর্থ ধাপে চট্টগ্রাম বিভাগের ১৪ টি পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ।
বুধবার (১৩ জানুয়ারি) দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত স্থানীয় সরকার জনপ্রতিনিধি নির্বাচন বোর্ডের বৈঠকে দলীয় প্রার্থীর তালিকা চূড়ান্ত করা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফর উল্লাহ, ড. আবদুর রাজ্জাক, লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ প্রমুখ।
চট্টগ্রামে চতুর্থ ধাপে ১৪ পৌরসভার ভোট অনুষ্ঠিত হবে আগামী ১৪ ফেব্রুয়ারি।
Categories:বৃহত্তর চট্টগ্রাম
Tags:
- « চট্টগ্রামের পাঠানটুলীতে সংঘর্ষের ঘটনায় কাউন্সিলর প্রার্থী কাদের সহ ১৩ জনের বিরুদ্ধে মামলা।
- চট্টগ্রামের পটিয়ায় মনোনয়ন পেলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আইয়ুব বাবুল। »