[wpusb]
চট্টগ্রামের পতেঙ্গায় কনটেইনার ডিপোতে গাড়ির তেলের ট্যাঙ্ক বিস্ফোরণে তিনজনের মৃত্যু।
Wednesday, September 2, 2020

নগরীর পতেঙ্গার ইন্ট্রাকো কনটেইনার ডিপুতে পাওয়ার ট্যাংক বিস্ফোরণে ৩ জন নিহত এবং ২ জন আহত হয়েছে। আজ বুধবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় এ দূর্ঘটনাটি ঘটে।
Tags:
- « অবশেষে চট্টগ্রামের উন্নয়নে একসঙ্গে কাজ করবে চট্টগ্রামের অন্যতম প্রধান দুই সেবা সংস্থা (চসিক) ও (সিডিএ)।
- ঐতিহাসিক রায়ে স্বামীর কৃষি সম্পত্তিতে হিন্দু বিধবা নারী অংশিদার হবেন :হাইকোর্ট »