চট্টগ্রামের পটিয়ায় মনোনয়ন পেলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আইয়ুব বাবুল।

চট্টগ্রামের পটিয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও পটিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আইয়ুব বাবুল। এবার এই মনোনয়ন একটি বড় চমক হিসেবে বিবেচিত হচ্ছে। কারণ নৌকার মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে বেশ আলোচনায় ছিলেন বর্তমান মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশীদ।
বুধবার (১৩ জানুয়ারি) রাতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন বোর্ড এ সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। আগামী ১৪ ফেব্রুয়ারি পটিয়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।
বুধবার বিকেল চারটায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভা শুরু হয়। স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের এ সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি এবং স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।
এই ঘোষণার মধ্য দিয়ে পটিয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত একমাত্র প্রার্থী হলেন সাবেক ছাত্রনেতা মো. আইয়ুব বাবুল।