চট্টগ্রামের এক প্রবাসীকে ‘ক্রস ফায়ার’ চকরিয়ার ওসির বিরুদ্ধে অভিযোগ।
Tuesday, August 18, 2020

পঞ্চাশ লাখ টাকা চাঁদা চেয়ে, না পাওয়ায় প্রবাসী জাফরকে ইয়াবা ব্যবসায়ী সাজিয়ে হত্যার অভিযোগে উঠেছে চকরিয়ার এই ওসির বিরুদ্ধে।
নিহত মোহাম্মদ জাফর পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের কথামোজা গ্রামের আব্দুল আজিজের ছেলে।মোহাম্মদ জাফরের মামা আহমদ নবী বাদী হয়ে রোববার পটিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিশ্বেশ্বর সিংহের আদালতে মামলাটি দায়ের করেছেন।
এ মামলায় চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও হারবাং পুলিশ ফাঁড়ির ইনচার্জের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও কয়েকজন পুলিশ সদস্যকে আসামি করা হয়।
মামলায় অভিযুক্তরা হলেন— চকরিয়া থানার ওসি হাবিববুর রহমান ও চকরিয়া উপজেলার হারবাং পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম। অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জন পুলিশ সদস্যকে মামলায় আসামি করা হয়েছে।
Categories:বৃহত্তর চট্টগ্রাম
Tags:
- « বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে পথশিশুদের জন্য “মুজিব সৈনিক” এর খাবার আয়োজন।
- সিডনি সিটিকে কোভিড-১৯ এর হটস্পট ঘোষণা করেছে। »