[wpusb]
চট্টগ্রামেও হবে মেট্রোরেল।
Tuesday, January 4, 2022

চট্টগ্রামেও মেট্রোরেল করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চট্টগ্রামের বিমানবন্দর থেকে রেলস্টেশন পর্যন্ত মেট্রোরেলের রুট করার কথা বলেন তিনি। আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী আরও বলেন, চট্টগ্রামের পাশাপাশি সব বড় শহরেও ধাপে ধাপে মেট্রোরেল করা হবে।
একনেক বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে মন্ত্রী বলেন, ‘অন্য বড় শহরেও মেট্রোরেল করার কথা বলেছেন তিনি। মেট্রোরেল প্রকল্প নিয়ে এলে আমরা পরিকল্পনা মন্ত্রণালয় থেকে উৎসাহ দেব।’
Tags:
- « নিউ সাউথ ওয়েলসে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তের রেকর্ড।
- করোনায় সবচেয়ে প্রাণঘাতী দিন প্রত্যক্ষ করলো নিউ সাউথ ওয়েলস। »