গানে গানে জোছনা সিজন-৩; প্রবাসে বাংলা গানের আবেদন ছুঁয়ে যাক প্রতিটি বাঙ্গালী প্রাণ

সিডনিতে বাংলা গানের জনপ্রিয় সঙ্গীতশিল্পী জুটি আতিক হেলাল ও আরফিনা মিতা দম্পতি। অস্ট্রেলিয়ার বুকে শুদ্ধ বাংলা সংগীত চর্চার ক্ষেত্রে এই শিল্পী দম্পতির প্রচেষ্টা সত্যিই প্রশংসনীয়। সংস্কৃতিমনস্ক বাঙালির মনের খোরাক জোগানোর পাশাপাশি নতুন প্রজন্মের মাঝে বাংলা গানের আবেদন ছড়িয়ে দিতে আতিক হেলাল ও আরফিনা মিতা দম্পতি নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

তাদের সেই ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে আগামী ৩ সেপ্টেম্বর সিডনির ব্যাংকস টাউনস্থ ব্যান ব্রাউন থিয়েটারে আয়োজিত হতে যাচ্ছে ‘গানে গানে জোছনা’ শিরোনামে সঙ্গীতসন্ধ্যার তৃতীয় সিজন। আর এতে সাথে থাকছে বাংলাদেশ ও ভারতের স্বনামধন্য যন্ত্র শিল্পীরা। এই আয়োজনে সিডনির অনেকগুলো স্বনামধন্য প্রতিষ্ঠানই স্পন্সর হিসেবে পাশে থাকছে। মিডিয়া পার্টনার হিসেবে থাকছে স্বাধীন কন্ঠ।
‘গানে গানে জোছনা’ সংগীত সন্ধ্যার টিকিট পাওয়া যাবে অনলাইনে: www.krazytickets.com এই ঠিকানায়।
