গণপরিবহনের ভাড়া হোক পূর্বের ন্যায়,মানা হোক স্বাস্থ্যবিধি।

করোনায় যখন মানুষের জীবন ও জীবীকা অচল হয়ে যায় তখনই সরকার সিদ্ধান্ত নেয় মানুষের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে।
তারই পরিপ্রেক্ষিতে ১ লা জুন থেকে স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী নিয়ে ৬০% বর্ধিত ভাড়ায় গণপরিবহনে যাত্রী পরিবহন শুরু করে।শুরুতে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চললেও বর্তমানে যাত্রী ও পরিবহন শ্রমিক কেউই মেনে চলাচল করেনা।
মানুষ স্বাভাবিক জীবন যাপন করতে শুরু করছে।তাই আজকে বি.আর. টি এ চেয়ারম্যান, পরিবহন মালিক ও শ্রমিকদের মধ্যে যাত্রী পরিবহন ও ভাড়া নিয়ে আলোচনা হয়।বি.আর.টি এ চেয়ারম্যান জানান ৬০% বর্ধিত ভাড়া ও স্বাস্থ্যবিধি মেনে আগামী ৩১ শে আগস্ট পর্যন্ত গণপরিবহন চলবে।মালিক শ্রমিকদের দাবি গুলো মন্ত্রনালয়ে পাঠাবেন বলে জানান তিনি।পরিবহন মালিক শ্রমিকরা দাবি করেন যে,যত সিট, তত যাত্রী পরিবহনের অনুমতি পেলে তারা পূর্বের ন্যায় ভাড়া নিবেন।এমন কি ৬০% ভাড়া পরিহার করবেন।
- « সাহেদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৭ আগস্ট।
- অস্ট্রেলিয়ায় করোনভাইরাসে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৪৬৩জন। »