খুলনা নগরীতে তিন মাস ধরে এক শিশুকে ধর্ষণ।
Saturday, October 10, 2020

তিন মাস ধরে এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে ধর্ষণবিরোধী আন্দোলনরত শিক্ষার্থীরা।
শুক্রবার (১০ অক্টোবর) নগরীর শেরে বাংলা রোড থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, শিশুটির খালা বাসায় না থাকায় গত তিন মাস ধরে ধর্ষণ করে আসছিলো খালু চুন্নু মিয়া। গত দুদিন যাবৎ শিশুটি অসুস্থ হয়ে পড়লে মাকে বিষয়টি জানায় সে। এ নিয়ে শুক্রবার মিমাংসায় বসে উভয়পক্ষ।
করোনা ভাইরাস লাইভ
Tags:
- « সেনাসদস্যের স্ত্রী হত্যাকাণ্ডে ৩ দিনেও গ্রেফতার হয়নি কেউ।
- সাগরে আবারো জেগে উঠেছে নতুন ঘূর্ণিঝড় ‘গতি’। »