ক্রিসমাসকে সামনে রেখে করোনা সংক্রান্ত বিধিনিষেধ কিছুটা শিথিল করল নিউ সাউথ ওয়েলস।
Tuesday, October 20, 2020

গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা সংক্রমণের কোন কেস চিহ্নিত না হওয়ার প্রেক্ষিতে নিউ সাউথ ওয়েলস’র প্রিমিয়ার করোনাজনিত বিধিনিষেধ কিছুটা শিথিল করার ঘোষণা দিয়েছেন।

আগামী শুক্রবার থেকে ঘরের বাইরে পাবলিক স্পেসগুলোতে জনসমাগম ২০ জনের স্থলে ৩০ জন পর্যন্ত করা যাবে। আর রেস্তরাঁয় গ্রুপ বুকিং ৩০ জনের জন্য করা যাবে যা এখন ১০ জনে সীমাবদ্ধ।

নিউ সাউথ ওয়েলস এর প্রিমিয়ার গ্লাডিস বেরেজেক্লিয়ান বলেন, এটা খুশির খবর যে এর ফলে মানুষ ক্রিসমাস উদযাপনের প্রস্তুতি নেওয়ার সুযোগ পাবে।পাশাপাশি সামনের গ্রীষ্ম টাও উপভোগ করতে পারবে।

অবশ্য নিউ সাউথ ওয়েলস এর বাসিন্দাদের সামাজিক মেলামেশা বা কোলাকুলি/ করমর্দন এখনও এড়িয়ে চলতে হবে।

Tags:
- « সরকারি প্রাথমিকে আবেদন করার নিয়মাবলী।
- আর্মেনিয়ার একটি চালকবিহীন বিমান (ড্রোন) ভূপাতিত করেছে ইরান। »