ক্যালিফোর্নিয়ার দাবানলে ঘরছাড়া কয়েক হাজার মানুষ।

সম্প্রতি বিশ্বরেকর্ড গড়া তাপদাহের মধ্যে বজ্রপাত থেকেই ক্যালিফোর্নিয়ায় এ দাবানলের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কয়েকশ’ অগ্নিকাণ্ডের মধ্যে সবচেয়ে ভয়াবহ অবস্থা চলছে সান ফ্রান্সিসকোর দক্ষিণ ও পূর্বের পাহাড়ি এলাকাগুলোতে।

ক্যালিফোর্নিয়ায় ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলে এ পর্যন্ত অন্তত ছয়জন প্রাণ হারিয়েছেন, ঘরছাড়া হয়েছেন কয়েক হাজার মানুষ। আগুনের তাণ্ডবে ধোঁয়ায় ছেয়ে গেছে যুক্তরাষ্ট্রের গোটা পশ্চিমাঞ্চল।
ইতোমধ্যেই ৯৮০ বর্গমাইলের বেশি এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে দাবানল। স্যাটেলাইটের ছবিতে প্রায় গোটা অঙ্গরাজ্যই ধোয়ায় ছেয়ে থাকতে দেখা গেছে।

দাবানলে ইতোমধ্যেই শত শত ভবন পুড়ে ছাই হয়ে গেছে। আগুনের ঝুঁকিতে রয়েছে আরও কয়েক হাজার বাড়িঘর।
আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ১০ হাজারের বেশি দমকল কর্মী। তবে প্রবল বাতাস তাদের কাজ আরও কঠিন করে তুলেছে।

যুক্তরাষ্ট্রের মধ্যে করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ক্যালিফোর্নিয়ায়। অঙ্গরাজ্যটিতে অন্তত সাড়ে ছয় লাখেরও বেশি মানুষ প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এমন পরিস্থিতিতে অনেকেই আশ্রয়কেন্দ্রে যেতেও ভয় পাচ্ছেন।
সূত্র: বিবিসি
- « একটি সাবেক গির্জা ও বর্তমান জাদুঘরকে মসজিদ বানাচ্ছে তুরস্ক।
- বাসচাপায় একটি প্রাইভেটকারের চালকসহ ছয়জনের মৃত্যু। »