কোভিড -১৯ এর ক্লোজ কন্টাক্ট আইসোলেশনের নিয়ম বদলাতে চান মরিসন

প্রধানমন্ত্রী স্কট মরিসন যত দ্রুত সম্ভব কোভিড পজিটিভ কেইসের ক্ষেত্রে ঘনিষ্ঠ সংস্পর্শে থাকাদের জন্যে আইসোলেশনের নিয়মনীতি পরিবর্তন করতে চান।
মি: মরিসন বলেন, যারা শিশুদের জন্য সেবাখাতের ব্যবসা পরিচালনা করেন, কোন শিশু অসুস্থ হয়ে পড়লে তাদের জন্য বিষয়টি বেশ অসুবিধা জনক।
তিনি বলেন, “আসলে, আমরা সবাই জানি কম বয়সীদের ক্ষেত্রে ফ্লু বা এইধরণের বিষয়গুলি আসলে কেমন। তারা এই জিনিস গুলি বাসায় নিয়ে যায় ফলে সকলকে কাজে না গিয়ে ঘরে অবস্থান করতে হয়। তাই নেতৃত্বের অবস্থানে থেকে আমার মনে হয় আইসোলেশনের নিয়ম টি অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে। “

“সুতরাং আমরা বিশেষজ্ঞ চিকিৎসা প্যানেলকে বলেছি যে আমরা যত তাড়াতাড়ি সম্ভব এই বিষয়ে আপনাদের জরুরী পরামর্শ চাই, কারণ আমরা যত তাড়াতাড়ি সম্ভব এই নিয়মটিকে বিদায় জানাতে চাই।”
এটি এমন একসময় সামনে এসেছে যখন জাতীয় মন্ত্রিসভা গতকাল একটি নতুন ব্যবস্থা বিবেচনা করতে সম্মত হয়েছে যেখানে কোভিড -১৯ কেসের ঘনিষ্ঠ সহচার্যে থাকাদের আলাদা করার প্রয়োজন হবে না।

- « জহুর হকার্স মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড।
- ১৫ মার্চ থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠানে চলবে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম। »