কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডকে হত্যার দায়ে শ্বেতাঙ্গ পুলিশ অফিসার দোষী সাব্যস্ত।
Wednesday, April 21, 2021

কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডকে হত্যার দায়ে মিনেসোটার আদালতে ২০ এপ্রিল শ্বেতাঙ্গ পুলিশ অফিসার ডেরেক চৌভিনকে জুরি বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী হত্যার তিনটি অভিযোগেই দোষী সাব্যস্ত করা হয়।
ডেরেকের বিরুদ্ধে অভিযোগগুলো ছিল দ্বিতীয়-ডিগ্রি অনিচ্ছাকৃত হত্যা, তৃতীয়-ডিগ্রি হত্যা এবং দ্বিতীয়-ডিগ্রি নরহত্যা। ৮ সপ্তাহ পর একটি আদালত ডেরেকের কারাবাসের মেয়াদ ঘোষণা করবেন। এই মামলা পরিচালনাকারী আইনজীবীরা মনে করছেন কমপক্ষে ৪০ বছর তাকে কারাগারে কাটাতে হবে। অর্থাৎ কারাবাসের সাথে সাথে ডেরেকের (৪৫) বেঁচে থাকার মেয়াদও প্রায় ফুরিয়ে যাবে। দোষী সাব্যস্ত করার রায় ঘোষণার পরই ডেরেকের জামিন বাতিল হয়ে যায় এবং তাকে হাতকড়া পরিয়ে কারাগারে নেয়ার দৃশ্যও সরাসরি সম্প্রচারিত হয়।
Categories:আন্তর্জাতিক
Tags: