[wpusb]
কি হচ্ছে ভারতে??
Sunday, April 25, 2021

ভারতে করোনার দৈনিক সংক্রমণ ও মৃত্যুতে আবার নতুন রেকর্ড হয়েছে। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গতকাল শনিবার ২৪ ঘণ্টায় দেশটিতে ৩ লাখ ৪৯ হাজার ৬৯১ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ২ হাজার ৭৬৭ জন।
ভারতে গত চার দিন ধরে তিন লাখের বেশি করোনা রোগী শনাক্ত হচ্ছে। তার আগে ১৫ এপ্রিল থেকে দেশটিতে প্রতিদিন দুই লাখের বেশি করোনা রোগী শনাক্ত হচ্ছিল। আর গত পাঁচ দিন ধরে ভারতে দুই হাজারের বেশি মানুষ করোনায় মারা যাচ্ছেন।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ভারতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৬৯ লাখ ৬০ হাজার ১৭২ জন। দেশটিতে করোনায় মোট মারা গেছেন ১ লাখ ৯২ হাজার ৩১১ জন।
ভারতে গত শুক্রবার ২৪ ঘণ্টায় ৩ লাখ ৪৬ হাজার ৭৮৬ জনের করোনা শনাক্ত হয়। মারা যান ২ হাজার ৬২৪ জন।
সুত্র : এনডিটিভি
Tags:
- « চীনের সাথে সাক্ষরিত ‘বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভ ‘ চুক্তি বাতিল করলো অস্ট্রেলিয়া
- লকডাউন বাড়ছে আরো এক সপ্তাহ। »