[wpusb]
কাভার্ড ভ্যান উল্টে পড়ল সিএনজির উপর।
Monday, August 17, 2020

নগরীর চান্দগাঁও বাস টার্মিনাল অর্ন্তগত খতিব বাড়ির সামনে মূল সড়কে সকাল ৮.৩০ টা নাগাত একটি কাভার্ড ভ্যান গর্তের কারনে উল্টে সি এন জি’র উপর পড়ে।
এতে ৪ জন গুরুতর আহত হয়।এলাকাবাসী এবং ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করেন।আজ প্রায় ৪ বছর বহদ্দারহাট মোড় থেকে কাপ্তাই রাস্তার মাথা সড়ক্টির কাজ চলছে।৪ বছর পার করে দেয়ার পরেও কাজ হয়নি উক্ত সড়কটির।
এই দেশের মানুষের জীবনের কোনো দাম নেই,সরকারি কর্মকর্তাদের অবহেলার কারনে কেউ মারা গেলে তার ফলাফল সাময়িক বরখাস্ত এলাকাবাসী তাদের ক্ষোভ প্রকাশ করে।
খতিব বাড়ির মুখে এই গর্তটি আজ অনেকদিন আগের। এটা সংস্কার করার কেউ দরকার মনে করেন নি। সৌন্দর্য বর্ধনের কাজ করা হলেও মূল সড়কের কোন কাজ করেনি কর্তৃপক্ষ এ নিয়ে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেন।
এ যেন এক অভিভাবকহীন চট্টগ্রাম।
Categories:নিজস্ব প্রতিবেদক,চট্রগ্রাম
Tags:
- « করোনাভাইরাসের জেরে পিছিয়ে গেল নিউজিল্যান্ডের জাতীয় নির্বাচন।
- রাউজানের সাংসদ ফজলে করিম চৌধুরী করোনায় আক্রান্ত । »