কষ্ট শুধু গরীবের !

বাংলাদেশ যে ভাবে গত কয়েক বছর বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করে সামনের দিকে অগ্রসর হচ্ছে।করোনা এসে অনেক বড় ধরনের ধাক্কা দিল।ভেঙে পড়েছে নানামুখি উন্নয়ন।এ ছাড়া ও আছে নানা মুখি সমস্যা।তার মধ্যে অন্যতম হলো দারিদ্রতা।যে দরিদ্র সেই আরও দরদ্রি হতে থাকে।তার একটি অন্যতম কারণ হলো – প্রাকৃতিক দুর্যোগ।গত কয়েক বছরের রেকর্ড ভেঙে এবারের বন্যা বাংলাদেশের অর্থনীতির উপর বড় ধরনের ধাক্কা দিতে পারে।এরই মধ্যে বাংলাদেশের প্রায় ১৬ টি জেলা বন্যা কবলিত।অনেকের ঘররবাড়ি পানিতে তলিয়ে গেছে।পানি বন্ধি আছে কয়েকলাখ মানুষ।সবছেয়ে বেশি কষ্টে আছে দারিদ্র সীমার নিছে বসবাস করা মানুষগুলো।বাংলাদেশ নদীমাতৃক দেশ। যারা নদীর পাশে বসবাস করে, তারা একরকম প্রকৃতির সাথে যুদ্ধ করেই বাস করে।কিন্তু তাদের এই যুদ্ধ বেশিদিন স্থায়ী হয়না।বন্যা, না হয় নদী ভাঙন।প্রতি বছর নদী ভাঙন কেড়ে নেয় এক একটি পরিবারের দীর্ঘদিনের তৈরি করা স্বপ্নগুলো।যাদের সামর্থ আছে তারা হয়ত অন্যস্থানে বসতি তৈরি করে।কিন্তু ভিটে মাটি না থাকায় দরিদ্র লোকগুলো হয়ে যায় ভিক্ষুক।শহরে যাদেরকে আমরা ভিক্ষুক হিসেবে দেখি তারা সবাই কিন্তু জন্মগত ভাবে ভিক্ষুক না।অনেকের স্বপ্নই নদীতে বিলিন হয়ে যাওয়াতে তারা আজ সমাজের কাছে বিক্ষুক।উপকূল ও নদীর পাড়ে বাস করা মানুষগুলো অনেক চেষ্টা করেও সুন্দর ভাবে বাস করতে পারেনা।বন্যা ও প্রাকৃতিক দুর্যোগ তাদের সেভাবে বাস করতে দেয়না।এটা হয়তো প্রকৃতিরই নিয়ম।প্রকৃতির লীলা খেলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয় গরীব লোকগুলো।তাইতো, যত কষ্ট শুধু গরীবেরই।
লেখকঃ দুলাল রাহাত
- « সরকারি জবকিপার সহায়তার আওতায় সিডনির অভিজাত স্কুলসমূহ
- আবারও জাতীয় পার্টির মহাসচিব হলেন জিয়াউদ্দিন আহমেদ বাবলু »