[wpusb]
কর্ণফুলী নদীর পাড় বোয়ালখালী থেকে এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার।
Monday, August 31, 2020

কর্ণফুলী নদীর পাড় বোয়ালখালী থেকে এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।নদীর স্রোতে জোয়ারের পানিতে লাশটি ভেসে এসেছে বলে ধারণা করা হচ্ছে।
আজ সোমবার (৩১ আগস্ট) রাত পৌনে নয়টার দিকে বোয়ালখালী উপজেলার চর খিজিরপুর এলাকার কর্ণফুলি নদীর পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আবদুল করিম জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে লাশটি উদ্ধারে কাজ করছে পুলিশ।নদীর পাড় থেকে গলিত অবস্থায় একটি মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়ে দেওয়া হয়েছে। পুলিশ এখনও ঘটনাস্থলে রয়েছে। তার পরিচয় শনাক্ত করা যায়নি। এ ব্যাপারে তদন্ত চলছে।”
Tags:
- « ড.প্রণব মুখার্জী করোনায় আক্রান্ত হয়ে চলে গেলেন না ফেরার দেশে- শোকবার্তায় প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি
- আবদুল হক সজিব এর নিজস্ব উদ্যোগে জাতীয় শোক দিবস শ পালিত হলো শেরেবাংলা নগরে। »