করোনা ভাইরাসজনিত লকডাউন এর সময় অস্ট্রেলিয়ানদের মানুষিক সমস্যা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। নতুন প্রকাশিত উপাত্ত অনুযায়ী প্রায় ১ মিলিয়ন অস্ট্রেলিয়ান করোনা মহামারী শুরুর পর থেকে মানুষিক সাস্থ্য ইস্যুতে চিকিৎসা নিয়েছেন।
এই বছরের সেপ্টেম্বর -অক্টোবর মাসে সাড়ে তিন লাখেরও অধিক ভিক্টোরিয়ান সরকারি সাস্থ্য সেবার আওতায় ফিজিসিয়ানস, সাইকিয়াট্রিস্ট,সাইকোলজিস্ট ও কাউন্সেলিং এর মত মানুষিক সাস্থ্যজনিত সেবা নিয়েছেন। যা গত বছরের একি সময়ের তুলনায় ৩১ শতাংশ বেশী।
এর পাশাপাশি তরুণ অস্ট্রেলিয়ানদের মধ্যে খাবারের প্রতি অনিহা যা ‘ইটিং ডিসঅর্ডার’ হিসেবে পরিচিত সেটিও বৃদ্ধি পেয়েছে।