করোনা ভ্যাক্সিনে কোনো ক্ষতিকর পার্শ্বপ্রতিক্রিয়া হলে ক্ষতিপূরণ দেবে কানাডা সরকার।
Tuesday, December 15, 2020

করোনার টিকা গ্রহণের পর কোনো ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া হলে নাগরিকদের ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছে কানাডা সরকার।

দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো কানাডায় ফাইজারের টিকা অনুমোদনের পর এ কথা জানান। সরকারি এক বিবৃতিতে বলা হয়, কোভিড ভ্যাকসিনসহ সব ধরনের ভ্যাকসিনই এ সাপোর্ট প্রোগ্রামের আওতায় থাকবে।

ভ্যাকসিন নিয়ে নাগরিকদের মনে আস্থা তৈরি করতে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার থেকে দেশটির অন্টারিও প্রদেশে ভ্যাকসিন প্রয়োগ শুরু হতে চলেছে।
প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানান, এখন পর্যন্ত কোভিড ভ্যাকসিনে বড় ধরনের কোনো পার্শ্বপ্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি। কিন্তু এ টিকা নেয়ার পর বড় ধরনের পার্শ্বপ্রতিক্রিয়ারও আশঙ্কা করছেন অনেকে।
Categories:আন্তর্জাতিক
Tags:
- « চট্টলবীর এবিএম মহিউদ্দিন চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ।
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিজয় দিবসের ব্যানারে শহীদ মিনারের ছবি! »