করোনার টিকা গ্রহণের পর কোনো ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া হলে নাগরিকদের ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছে কানাডা সরকার।
দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো কানাডায় ফাইজারের টিকা অনুমোদনের পর এ কথা জানান। সরকারি এক বিবৃতিতে বলা হয়, কোভিড ভ্যাকসিনসহ সব ধরনের ভ্যাকসিনই এ সাপোর্ট প্রোগ্রামের আওতায় থাকবে।
ভ্যাকসিন নিয়ে নাগরিকদের মনে আস্থা তৈরি করতে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার থেকে দেশটির অন্টারিও প্রদেশে ভ্যাকসিন প্রয়োগ শুরু হতে চলেছে। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানান, এখন পর্যন্ত কোভিড ভ্যাকসিনে বড় ধরনের কোনো পার্শ্বপ্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি। কিন্তু এ টিকা নেয়ার পর বড় ধরনের পার্শ্বপ্রতিক্রিয়ারও আশঙ্কা করছেন অনেকে।