[wpusb]
করোনা ভ্যাকসিনের জন্য টাকা বরাদ্ধ আছে,যেই দেশে আগে আবিস্কৃত হবে সেই দেশ থেকেই আনব; প্রধানমন্ত্রী।
Thursday, September 10, 2020

আজ একাদশ জাতীয় সংসদের নবম অধিবেশনে প্রধানমন্ত্রী করোনা ভ্যাকসিন নিয়ে কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, আমরা টাকার মায়া করিনি,মানুষকে করোনা কালে সব ধরনের সেবা ও সহোযোগিতা করেছি।
শেষ অধিবেশনে তিনি বিরোধী দলের প্রশ্নোত্তর পর্বে আরও বলেন,বিভিন্ন দেশ করোনা ভ্যাকসিন নিয়ে গবেষণা করছে।অনেক দেশ করোনা ভ্যাকসিন আবিষ্কার করেছে আমরা শুনেছি।তাদের কাছে আমরা আবেদন দিয়ে রেখেছি,এমনকি তার জন্য টাকাও বরাদ্ধ রেখেছি।
তিনি আরও বলেন,যেখান থেকে ভ্যাকসিন আগে পাওয়া যাবে সেখান থেকেই আমরা ভ্যাকসিন কিনবো এবং মানুষকে করোনা মুক্ত করবো।এমনকি সরকার করোনা মহামারি মোকাবেলায় সব ধরণের প্রস্তুতি ও প্রচেষ্টা অব্যহত রেখেছে।
Categories:স্বাধীনকণ্ঠ বাংলাদেশ
Tags:
- « বিএনপির সাবেক মন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া আইসিইউতে ভর্তি
- স্টেশন ও ট্রেনে মেনে চলা হচ্ছেনা সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি ;সরকার হারাচ্ছে রাজস্ব। »