করোনা থেকে সুস্থ হয়ে বাসায় ফিরলেন সাবেক চসিক মেয়র আ জ ম নাছির।
Thursday, November 12, 2020

(চসিক) চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ আ জ ম নাছির উদ্দীন করোনামুক্ত হয়ে হাসপাতাল ছাড়লেন। বুধবার সকাল ১১টায় তিনি হাসপাতাল ত্যাগ করেন।
এর আগে গত ৩ নভেম্বর সকালে করোনা উপসর্গ নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। এরপর সিটি স্ক্যান রিপোর্টে তার ফুসফুস ১০ শতাংশ আক্রান্ত এবং পরে করোনা পরীক্ষায় পজিটিভ শনাক্ত হন।
Categories:বৃহত্তর চট্টগ্রাম
Tags:
- « আজারবাইজান এর সাথে শান্তি চুক্তিকে পরাজয় আখ্যা দিয়ে রাস্তায় নামলো আর্মেনিয়ার জনগণ।
- কোরআন পুড়িয়ে উত্তেজনা সৃষ্টির পরিকল্পনা,বেলজিয়াম থেকে ৫ ডেনমার্কের নাগরিক বহিস্কার। »