করোনা টেস্ট কিটের দাম ৪০০ টাকা নির্দিষ্ট করে দিল- দিল্লির হাইকোর্ট
Monday, April 27, 2020

করোনা সংক্রমণ বেড়েই চলেছে ৷ বিশেষজ্ঞদের মত, করোনা রুখতে সবার আগে প্রয়োজন পর্যাপ্ত টেস্ট ৷ আর এ জন্য প্রয়োজন টেস্ট কিটের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখা।
এমন পরিস্থিতিতে করোনা টেস্ট কিট নিয়ে গুরুত্বপূর্ণ রায় দিল্লি হাইকোর্টের ৷ সোমবার বর্তমান করোনা পরিস্থিতির দিকে নজর রেখে করোনা টেস্ট কিটের দাম বেঁধে দিল দিল্লি হাইকোর্ট ৷
বিশেষ এই রায়ে দিল্লি হাইকোর্ট করোনাভাইরাস অর্থাৎ কোভিড ১৯ পরীক্ষার জন্য টেস্ট কিটের সর্বোচ্চ দাম ৪০০ টাকা বলে নির্দিষ্ট করেছে ৷ আদালত জানিয়েছে, ‘বর্তমান পরিস্থিতি ব্যক্তিগত লাভ দেখার সময় নয় ৷ বৃহত্তর স্বার্থের কথা ভেবে বাড়তি লাভের চিন্তা ছেড়ে দেওয়া উচিত এখন ৷’ জিএসটি সহ কোনও করোনা টেস্ট কিটের দাম যেন ৪০০ টাকার বেশি না হয় সেই নির্দেশ দিয়েছে আদালত ৷
source: DBC News
Categories:আন্তর্জাতিক
Tags:
- « নগরীর হলি ক্রিসেন্ট হাসপাতালকে সরকারি ব্যবস্থাপনায় আনার পরিকল্পনা চ.সি.ক মেয়রের
- “ঝুঁকিতে নগরবাসী” »