করোনা আক্রান্ত হুইপ সামশুল হক চৌধুরী
Sunday, December 27, 2020

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জাতীয় সংসদের হুইপ ও চট্টগ্রামের পটিয়ার সংসদ সদস্য সামশুল হক চৌধুরী।
বর্তমানে তিনি চট্টগ্রাম শহরের হালিশহরে নিজের বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
তার ছোট ভাই মুজিবুল হক চৌধুরী জানিয়েছেন, ‘উনার শারীরিক অবস্থা ভালো আছে। কোনো ধরনের জটিলতা নেই।’
গত ২০ ডিসেম্বর চট্টগ্রাম বন্দরের উপদেষ্টা কমিটির সভায় অংশ নিয়েছিলেন আওয়ামী লীগ নেতা সামশুল হক। পরে জ্বর এলে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে তার নমুনা পরীক্ষা করা হয়। বৃহস্পতিবার পরীক্ষার ফল কোভিড-১৯ ‘পজেটিভ’ আসে।
Categories:বৃহত্তর চট্টগ্রাম
Tags:
- « এমপি পাপুলের আত্মীয় -পরিজনের ৬১৭ একাউন্ট ফ্রিজ।
- করোনায় মারা গেলেন বোয়ালখালী জাসদের সভাপতি মঈন উদ্দিন খান বাদলের ছোট ভাই মনির উদ্দিন খান। »