করোনায় নিজের ৭ মাসের বেতন দান করলেন এরদোয়ান

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস বা কোভিড-১৯ মোকাবিলায় হিমশিম খাচ্ছে গোটা দুনিয়া। ভাইরাসটি মোকাবিলায় বিভিন্ন দেশ বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে।তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ান নিজের সাত মাসের বেতনের অর্থ দানের মাধ্যমে নিজ দেশে করোনা রোধ কর্মসূচি উদ্বোধন করেছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এ খবর নিশ্চিত করেছে। করোনার লড়াইয়ে অংশীদার হয়ে এরদোয়ান বলেছেন, ব্যক্তিগতভাবে ৭ মাসের বেতন দান করে আমি কর্মসূচির উদ্বোধন করলাম।

খবরে বলা হয়, এই কর্মসূচিতে মন্ত্রিপরিষদের সদস্য ও আইনপ্রণেতারা ৫২ লাখ তুর্কি লিরা দান করেছেন। এরদোয়ান বলেছেন, মহামারির কারণে বিভিন্ন পদক্ষেপ নেয়ায় নিম্ন আয়ের মানুষের আর্থিকভাবে সহায়তা করাই এ ক্যাম্পেইনের লক্ষ্য।বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন ৩৭ হাজার ৮১৫ জন। এছাড়া এ ভাইরাস শনাক্ত হয়েছে ৭ লাখ ৮৫ হাজার ৭৭৭ জনের শরীরে। ৩০-০৩-২০২০ ইং

- « Six months in jail, $11,000 fine for leaving home without a ‘reasonable excuse’
- পশ্চিম মোহরা যুব ঐক্য পরিষদ এর উদ্যোগে অসচ্ছল পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ »