[wpusb]
করোনায় আক্রান্ত মাশরাফীর দুই সন্তান।
Wednesday, October 21, 2020

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় দলের ক্রিকেটার মাশরাফী বিন মোর্ত্তজার দুই সন্তান হুমায়রা মোর্ত্তজা ও সাহেল মোর্ত্তজা।পারিবারিক সূত্রে জানা যায়, আপাতত হুমায়রা ও সাহেল শারীরিকভাবে সুস্থ আছে।
গত জুনে স্ত্রী সুমনা হক সুমিসহ করোনায় আক্রান্ত হয়েছিলেন মাশরাফী। সে সময় তাঁর পরিবারের আরো কয়েকজনও কোভিড-১৯ পজিটিভ ছিলেন। সুস্থ ছিল দুই সন্তান হুমায়রা ও সাহেল। কিন্তু বাবা-মা সুস্থ হয়ে উঠলেও করোনা থেকে রক্ষা পায়নি দুই সন্তান। শেষ পর্যন্ত তারাও কোভিড-১৯ পজিটিভ হয়েছে।
Tags:
- « চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা মাঈনুদ্দীন মোহাম্মদ মাঈনুলের পক্ষ থেকে শেরে বাংলা নগর থানা ছাত্রলীগের বিপ্লবী সহ সভাপতি সৈয়দ নইমুররব পাবেলেকে জন্মদিনে শুভেচ্ছা।
- চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এর সাবেক চেয়ারম্যান আবদুচ ছালামের পরিবারের সকলে করোনায় আক্রান্ত। »