করোনার মাঝেই ১০ই সেপ্টেম্বর ঢাকায় আসছেন হাঙ্গেরির পররাষ্ট্র ও বানিজ্যমন্ত্রী।
Wednesday, September 9, 2020

করোনায় মৃত্যু ও আক্রান্ত কোনটাই থামছেনা।করোনারমাঝেও থেমে নেই দেশ বিদেশের কর্ম ও বানিজ্য।এক দেশথেকে অন্য দেশ সব স্বাভাবিক রাখতে প্রাণপণ লড়াই করে যাচ্ছেন মানুষ।তাই বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রনালয়ওস্বাভাবিক কাজ কর্ম ঠিক রাখার চেষ্টা করে যাচ্ছেন।
গতকাল মঙ্গলবার রাতে পররাষ্ট্র মন্ত্রনালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে আগামী ১০ই সেপ্টেম্বর হাঙ্গেরির পররাষ্ট্র ও বানিজ্য বিষয়ক মন্ত্রী পিটার সিজার্তো ঢাকায় আসছেন।তিনি ঢাকায় এক দিনের সফরে আসবেনবলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ঢাকায় এসে তিনি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনকরবে।বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সফর কালে তিনি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী ড.এ কে আব্দুল মোমেনেরসঙ্গে বৈঠক করেন।বৈঠক শেষে তিনি ঐ দিন সন্ধ্যায় ঢাকাচাড়বেন বলে জানানো হয়।
Tags:
- « সুস্থ,সবল ও বুদ্ধিমান প্রজন্ম তৈরিতে গর্ভবতী মায়েদের পুষ্টি নিশ্চিত করতে হবে- চ.সি.ক প্রশাসক সুজন।
- বিএনপির সাবেক মন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া আইসিইউতে ভর্তি »