করোনার নতুন স্ট্রেইন সনাক্ত হওয়ায় লকডাউন করা হল ব্রিসবেন শহর
Friday, January 8, 2021

অস্ট্রেলিয়ার ব্রিসবেন শহরে পর্যটকদের কোয়ারেন্টিনে রাখা হয় এমন একটি হোটেলের পরিচ্ছন্নতাকর্মীর শরীরে করোনাভাইরাসের নতুন স্ট্রেইন শনাক্ত হয়েছে। এরপরই শহরটি লকডাউন করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ছয়টা থেকে তিন দিনের জন্য এ লকডাউন জারি করা হয়েছে।

স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, যুক্তরাজ্যে করোনার যে নতুন স্ট্রেইন ধরা পড়েছে, তা এই নারী কর্মীর শরীরে পাওয়া গেছে। এটি আরও ছড়িয়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

কুইন্সল্যান্ড রাজ্যের রাজধানী ব্রিসবেনের পাঁচটি জনবহুল কাউন্সিল এলাকায় এই লকডাউন থাকবে। এগুলো হলো ব্রিসবেন সিটি, লোগান, ইপসুইচ, মোরটন ও রেডল্যান্ডস। সেখানকার লোকজন অপরিহার্য জিনিসপত্র ও চিকিৎসার প্রয়োজনে কেবল ঘর থেকে বের হতে পারবেন।

Categories:অস্ট্রেলিয়া
Tags: