করোনায় সবচেয়ে প্রাণঘাতী দিন প্রত্যক্ষ করলো নিউ সাউথ ওয়েলস।

করোনা মহামারী শুরুর পর থেকে সবচেয়ে প্রাণঘাতী দিনটি অতিবাহিত করলো অস্ট্রেলিয়ার জনবহুল অঙ্গরাজ্য নিউ সাউথ ওয়েলস। শনিবার রাত ৮ টা পর্যন্ত ২৪ ঘন্টায় ১৬ জন কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যুবরন করে। একি সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ৩০,০৬২ জন।

প্রিমিয়ার ডমিনিক পেরোট্টে বলেছেন, রাজ্যের জন্য এটি ছিল একটি কঠিন দিন। রাজ্যে প্রথম কোভিড পজিটিভ সনাক্ত হওয়ার পর থেকে এই ভাইরাসে এখন পর্যন্ত ৭২৭ জন মৃত্যুবরন করেছেন। বর্তমানে ১৯২৭ জন কোভিড রোগী হাসপাতালে ভর্তি আছে যার মধ্যে ১৫১ জনকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কোভিড আক্রান্তদের ঘনিষ্ঠ সংস্পর্শে থাকা খাদ্য সরবরাহ ও উতপাদন খাতের গুরুত্বপূর্ণ কর্মীদের জন্য আইসোলেশনের বিধিনিষেধে কিছুটা ছাড় দিয়েছে NSW রাজ্য সরকার। এইসব কর্মীদের প্রয়োজনে আইসোলেশন ত্যাগের এবং কাজে যোগ দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে, যদিনা তাদের মধ্যে কোভিড -১৯ এর কোন লক্ষণ দেখা যায়।