করোনায় আক্রান্ত স্বদেশ বার্তা’র সম্পাদক ফয়সাল আজাদ
Wednesday, April 14, 2021

বাংলাদেশ আওয়ামী লীগ সিডনি, অস্ট্রেলিয়া শাখার সাধারণ সম্পাদক, সিডনি প্রেস এন্ড মিডিয়া কাউন্সিলের সদস্য এবং অস্ট্রেলিয়া থেকে প্রকাশিত বাংলা পত্রিকা স্বদেশ বার্তা’র প্রধান সম্পাদক ফয়সাল আজাদ ও তার মা লুৎফেয়ারা বেগম করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে তারা সিডনিতে আইসোলেশনে রয়েছেন।

উলেক্ষ্য, তিনি এবং তার মা গত কয়েক মাস বাংলাদেশে অবস্থান শেষে গত ২ এপ্রিল অস্ট্রেলিয়া ফিরেন। কোয়ারান্টাইনে থাকা অবস্থায় করোনা পরীক্ষায় গত ১১ এপ্রিল ফয়সাল আজাদ করোনা পজিটিভ শনাক্ত হন।

অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ জনাব ফয়সাল আজাদ এবং তার মায়ের আশু আরোগ্য কামনা করেছেন।
Categories:অস্ট্রেলিয়া
Tags:
- « পহেলা বৈশাখ উপলক্ষে জাতির উদ্দেশ্যে মাননীয় প্রধানমন্ত্রীর ভাষণ।
- লেবার পার্টির লাকেম্বা শাখার কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন রানা শরীফ »