করোনাভাইরাসে মোকাবেলায়, লকডাউন না মানলে তোলা হচ্ছে কুকুরের খাঁচায়
Friday, April 3, 2020

করোনা সংক্রমণের কারণে বিশ্বের বিভিন্ন দেশে চলছে লকডাউন। এদিকে লকডাউন মানা না হলে গুলি করে হত্যার নির্দেশ দিয়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে। এছাড়া লকডাউন না মানায় ইতোমধ্যে ফিলিপাইনের বিভিন্ন প্রদেশে লোকজনকে আটক করে কুকুরের খাঁচায় পুরে দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছে বেশ কিছু মানবাধিকার সংস্থা।ফিলিপাইনে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৬শ ৩৩ জন। মারা গেছেন ১০৭ জন।মানবাধিকার সংস্থাগুলোর দাবি, ফিলিপাইনে লকডাউন না মানার কারণে যুবকদের আটকিয়ে রোদে বসিয়ে রেখে শাস্তি দেয়া হচ্ছে।০৩-০৪-২০২০ ইং
Categories:আন্তর্জাতিক
Tags:
- « বাংলাদেশে করোনায় নতুন আক্রান্ত ৫
- মৃত্যুর পর রিপোর্ট এলো করোনা ছিল না তার চট্টগ্রামের ন্যাশনাল হাসপাতালে সন্দেহের নির্মম বলি বয়সী মহিলা »