করোনায় আক্রান্ত এসআই টুটুল।
Friday, August 21, 2020

দেশের অন্যতম সংগীতশিল্পী জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এসআই টুটুল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) দুপুরে তিনি নিজেই ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এই খবর দেন।
টুটুল নিজের পেজে লিখেছেন, ‘তোমাদের সবার উপর মহান প্রতিপালক এর কাছ থেকে শান্তি ও রহমত নেমে আসুক। তিন দিন আগে আমি করোনা টেস্ট করিয়েছি এবং টেস্ট এর রেজাল্ট পজিটিভ এসেছে। এখন বাসার একটা রুমে আইসোলেশনে আছি।
উল্লেখ্য যে কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক হিসেবে দুই দশক ধরে এসআই টুটুল কাজ করে চলেছেন নিরলস। ৯০ দশকে ব্যান্ড এলআরবি’র মাধ্যমে রাজকীয় উত্থান হয় তার।
দীর্ঘ বিরতির পর কিছুদিন আগে টুটুল তার নতুন গান ‘মেঘ বিবাগী হলে’ নিয়ে আসেন। গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন।
Categories:অন্যান্য
Tags:
- « দীর্ঘ পাঁচ মাস পর খুলছে পর্যটন স্পট বান্দরবান।
- একটি সাবেক গির্জা ও বর্তমান জাদুঘরকে মসজিদ বানাচ্ছে তুরস্ক। »