কমনওয়েলথ গেম্স নারী ক্রিকেটের স্বর্ণপদক অস্ট্রেলিয়ার

কমনওয়েলথ গেমস নারী ক্রিকেট ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয়েছে ভারত। এ পরাজয়ে নারী ক্রিকেট ইভেন্টে স্বর্ণজয়ের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল ভারতীয়দের।
বার্মিংহ্যামে স্বর্ণপদক জিতল অস্ট্রেলিয়া। হেরে রৌপ্যপদক পেয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে ভারতীয় নারী ক্রিকেট দলের। তৃতীয় হয়ে তাম্রপদক জিতেছেন নিউজিল্যান্ডের নারীরা।

রোববার রাতে এজবাস্টনে হওয়া ফাইনাল ম্যাচে আগে ব্যাট করে ১৬২ রানের লক্ষ্য ছুড়ে দেন অসি প্রমীলারা।
জবাবে হারমানপ্রিত কৌর ও জেমাইমা রদ্রিগেজের জুটিতে লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছিল ভারত। কিন্তু অসিদের বোলিং তোপে মাত্র ৩৪ রানে শেষের ৮ উইকেট হারান তারা। ১৫২ রানে অলআউট হয়ে যায় ভারত।
অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন অ্যাশলে গার্ডনার, মেগান স্কাটের শিকার ২ উইকেট।

এর আগে অস্ট্রেলিয়ার পক্ষে ব্যাট হাতে সর্বোচ্চ ৬১ রান করেন বেথ মুনি। এ ছাড়া মেগ ল্যানিং করেন ২৬ বলে ৩৬ রান। শেষ দিকে অ্যাশলে গার্ডনার ১৫ বলে ২৫ ও রাসেল হেইন্সের ১০ বলে ১৮ রানের কল্যাণে ১৬২ রান টার্গেট দেয় অস্ট্রেলিয়া।
