অস্ট্রেলিয়ায় জাতীয়তাবাদী যুবদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত।
Monday, November 2, 2020



কভিড ১৯ এর কারনে স্বল্প পরিসরে(৫০ জনের অধিক নয়)স্থানীয় সিডনির একটি হোটেলে জাতীয়তাবাদী যুবদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে এতদিনের ভারপ্রাপ্ত সভাপতি সেলিম লকিয়ত কে পূর্নাংগ সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়।

সেলিম লকিয়তের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অষ্ট্রেলিয়া বিএনপির প্রানপুরুষ সাবেক যুবদলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং বর্তমান কুমিল্লা জেলার বিএনপির সহ সভাপতি মনিরুল হক জর্জ।

এছাড়া বিএনপি এবং যুবদলের অন্যান্য নেতৃবন্দসহ অনেকেই উপস্থিত ছিলেন।
সভায় বর্তমান সরকারের বিভিন্ন স্বৈরচারি কর্মকান্ডের সমালোচনা করা হয় এবং জেলে বন্দী নেতৃবন্দসহ সকলের অনৈতিক মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।
অনুষ্ঠান শেষে সকলকে ভোজে আপ্যায়ন করা হয়।
Tags:
- « সাংবাদিক গোলাম সরোয়ারকে সীতাকুণ্ডের ছোট কুমিরা বাজার সংলগ্ন একটি ছড়ার পাশ থেকে উদ্ধার করা হয়েছে।
- হেফাজতে ইসলামের গণমিছিল,ফ্রান্স দূতাবাস ঘেরাও। »