ওসি প্রদীপকে নিয়ে ঘটনাস্থল ঘুরে আসল র্যাব।

সিনহাকে গুলির কারণ খুঁজতে ওসি প্রদীপকে নিয়ে ঘটনাস্থল ঘুরে আসল র্যাব।
গত ৩১ জুলাই মেরিন ড্রাইভের এই শামলাপুরেই গুলিতে নিহত হয়েছিলেন মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান। র্যাব জানিয়েছে, সেদিন রাতে সিনহাকে গাড়িসহ দাঁড় করানোর পর মাত্র দুই মিনিটের মধ্যেই গুলি করা হয়েছিল।
উক্ত ঘটনায় গ্রেপ্তার হওয়া তিন আসামি টেকনাফ থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশ, বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক লিয়াকত আলী ও টেকনাফ থানার এসআই নন্দদুলাল রক্ষিত র্যাবের জিজ্ঞাসাবাদে যা বলেছেন, তার সবকিছু মিলিয়ে দেখতে শুক্রবার তাঁদের নিয়ে যাওয়া হয়েছিল ঘটনাস্থলে। আর সেই দৃশ্য দেখতে শত শত মানুষ ভিড় করেছিলেন সেখানে।
আসামিদের এভাবে ঘটনাস্থলে নেওয়ার ব্যাপারে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) কর্নেল তোফায়েল মোস্তফা সরওয়ার সাংবাদিকের বলেন, ‘সিনহাকে কেন গুলি করা হলো, তার কারণ জানতে আমরা এসেছি। দুই মিনিটের মধ্যে কী এমন ঘটেছিল, যে কারণে সিনহাকে গুলি করতে হলো। সেই কারণ খুঁজতেই ঘটনাস্থলে আসা।
- « বাসচাপায় একটি প্রাইভেটকারের চালকসহ ছয়জনের মৃত্যু।
- পাঁচ মাস বন্ধ থাকার পর খুলছে চট্টগ্রামের বিনোদন স্পটগুলো। »