ওমানে আত্মহত্যা করা সাব্বিরের লাশ আজ দেশে যাবে

এস.এম.ফাহিম (ওমান প্রতিনিধি)/স্বাধীন কন্ঠঃ
ওমানের রাজধানী মাসকেট আমরাত শহরে বাংলাদেশ প্রবাসী সাব্বির (২২) ফ্যানে ঝুলে আত্মহত্যা করে।নিহত সাব্বির চট্টগ্রাম ফটিকছড়ি উপজেলাধীন বিবিরহাট বাজার সংলগ্ন কামরাঙ্গা পাড়ার জাহাঙ্গীরের ছেলে। সাব্বির মাত্র দেড় বছর অাগে তার ভাই এর হাত ধরে কাজের তাগিদে ওমানে এসেছিলেন। ওমানে তিনি কখনো হার্ডওয়ার এর দোকান, আবার কখনো মাংসের দোকানে চাকরি করতেন।এবং নিহত সাব্বির এর বড় ভাই অার বাবাও থাকেন এই ওমানে । তবে, নিজের ভাই এর মাংসের দোকানে ভিসা ট্রান্সপার করার পক্রিয়া চলছিল। কিন্তু সে নিজেই হঠাৎ ফাঁসিতে ঝুলে পরপারে চলে গেলেন। এবং নিউজ তাক্বওয়া২৪. কম খোঁজ খবর নিয়ে দেখে প্রতিদিনের মতো সোমবার ও যথারীতি হার্ডওয়ার দোকানে ডিউটি করছিল সে । দোকান থেকে সন্ধ্যার একটু আগে বের হয়ে বাড়িতে ফোন করে । তার মায়ের সাথে ভিডিও কল দিয়ে কথা বলে। এবং তার কিছুখন পর বন্ধু থেকে রুমের চাবি নেয় বার্থরুমে যাবে বলে । এবং তার অপর এক রুমমেট রুমে গেলে দেখে তার ঝুলন্ত লাশ।পরে পুলিশ এসে সুরতহাল তৈরী করে লাশ মর্গে নিয়ে যায়। এতে সাব্বির এর আত্মহত্যা খবর শুনে সাব্বিরের মা দুইবার স্ট্রোক করে এখন হাসপাতালে রেয়েছেন । ‘
বাংলাদেশ দূতাবাস এর তথ্য অনুযায়ী সাব্বির লাশ দেশে পাঠানোর কাগজপত্র তৈরী হয়ে গেছে, আজ (বুধবার) লাশ দেশে পাঠানো হবে। ০৮-০১-২০২০ ইং।